মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকী পালন
- আপলোড টাইম : ১১:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা বিএনপির দুবারের সাধারণ সম্পাদক মরহুম শফিকুর রহমান (বাদশা) রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব মেহেরপুর জেলা বিএনপির যুবদল কার্যালয়ে এ দোয়া মাহফিলের ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত শফিকুর রহমান বাদশার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতা-কর্মীরা।
মেহেরপুর জেলা যুবদলের আয়োজনে মেহেরপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এম এ খাইরুল বাশারে সভাপতিত্বে ও মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান (হাপি)।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (বিকো), দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক, মুজিবনগর উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।