মেহেরপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
- আপলোড টাইম : ১১:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহিদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেলায় নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে মোট ৫১টি স্টল রয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোক্তা মেলায় উদ্বোধন করেন। মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিসিকের মেহেরপুর জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক ফয়সাল হাসনাত, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, খন্দকার মুইজ।