মেহেরপুরে কৃষক দিবস পালিত
- আপলোড টাইম : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
‘কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণ এই হোক আমাদের অঙ্গীকার’ স্লোগানে মেহেরপুর কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে কৃষক দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদ অনুষ্ঠানে আয়োজনে এ উপলক্ষে মেহেরপুর উপজেলা কৃষি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
কৃষক দিবস অনুষ্ঠানে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নোমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে মেহেরপুর কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ রিমন শেখ, সাংগঠনিক সম্পাদক সুজন হোসেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।