দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
- আপলোড টাইম : ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া গ্রামের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী সাহানারাকে (৫৭) দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সাহানারাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের জেল ও অনাদায়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম তাসফিকুর রহমান। এর আগে গত বুধবার গভীর রাতে দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি সোহেল রানাকে (২৭) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের টেঙ্গর আলীর ছেলে। গতকালই দুজনকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।