ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অনিয়ম-অবিচারের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি। চুয়াডাঙ্গার কৃতী সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম। তিনি বলেন, চুয়াডাঙ্গার আর্থসামাজিক উন্নয়নে পুনর্গঠিত চুয়াডাঙ্গা নাগরিক পরিষদ গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত ও জেলা প্রাণিসম্পদ অফিস ফুটপাত দখল করে যে বাগান বিলাস করেছেন, তার তিনি প্রতিবাদ করেন। ইতোমধ্যে ফুটপাত অবমুক্ত করার দাবিতে পৌর কর্তৃপক্ষ বরাবরে একটি আবেদন করা হয়েছে। পৌরসভা সংশ্লিষ্ট দপ্তরকে আগামী ৭ দিনে মধ্যে ফুটপাত অবমুক্ত করে কাটাতারের বেড়া সরানোর অনুরোধ জানিয়েছে।’

সভায় আধুনিক চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সংগঠনের সদস্য মিলন বিশ্বাস, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে সংগঠনের আহ্বায়ক তৌহিদ হোসেন বলেন, ‘আজ গরিব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা করা হলো। আগামীতে চুয়াডাঙ্গার নাগরিক সেবার মান বৃদ্ধি, জেলার বিদ্যমান সমস্যার সমাধান, জেলার উন্নয়ন এবং সকল অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে এই সংগঠন নানাবিধ কার্যক্রম চালিয়ে যাবে। আশা করি, চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ সংগঠনের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। চুয়াডাঙ্গার উন্নয়নে সকলে অবদান রাখতে চেষ্টা করবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ব্যবসায়ী নেতা সালাউদ্দীন চান্নু, সমাজকর্মী আবু বকর, নাজিম উদ্দীন, আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রিগ্যান এসকান্দার প্রমুখ। আগামী ১ ফেব্রুয়ারি জীবননগর, দর্শনা ও দামুড়হুদা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংগঠনটি জানায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অনিয়ম-অবিচারের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা

আপলোড টাইম : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি। চুয়াডাঙ্গার কৃতী সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম। তিনি বলেন, চুয়াডাঙ্গার আর্থসামাজিক উন্নয়নে পুনর্গঠিত চুয়াডাঙ্গা নাগরিক পরিষদ গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত ও জেলা প্রাণিসম্পদ অফিস ফুটপাত দখল করে যে বাগান বিলাস করেছেন, তার তিনি প্রতিবাদ করেন। ইতোমধ্যে ফুটপাত অবমুক্ত করার দাবিতে পৌর কর্তৃপক্ষ বরাবরে একটি আবেদন করা হয়েছে। পৌরসভা সংশ্লিষ্ট দপ্তরকে আগামী ৭ দিনে মধ্যে ফুটপাত অবমুক্ত করে কাটাতারের বেড়া সরানোর অনুরোধ জানিয়েছে।’

সভায় আধুনিক চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সংগঠনের সদস্য মিলন বিশ্বাস, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে সংগঠনের আহ্বায়ক তৌহিদ হোসেন বলেন, ‘আজ গরিব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা করা হলো। আগামীতে চুয়াডাঙ্গার নাগরিক সেবার মান বৃদ্ধি, জেলার বিদ্যমান সমস্যার সমাধান, জেলার উন্নয়ন এবং সকল অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে এই সংগঠন নানাবিধ কার্যক্রম চালিয়ে যাবে। আশা করি, চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ সংগঠনের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। চুয়াডাঙ্গার উন্নয়নে সকলে অবদান রাখতে চেষ্টা করবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ব্যবসায়ী নেতা সালাউদ্দীন চান্নু, সমাজকর্মী আবু বকর, নাজিম উদ্দীন, আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রিগ্যান এসকান্দার প্রমুখ। আগামী ১ ফেব্রুয়ারি জীবননগর, দর্শনা ও দামুড়হুদা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংগঠনটি জানায়।