ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং বেলা ৩টায় পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিরা। বিদ্যালয়ের ছাত্রদের এক মনোরম সালামী গ্রহণ শেষে শ্বেতকপোত অবমুক্তের মধ্যদিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। বিজয়ী হওয়াটাই বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণ করাটাই সব থেকে বড় বিষয়। সুস্থ ও সুন্দর জীবন গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করতে হবে। মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে’

আপলোড টাইম : ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং বেলা ৩টায় পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিরা। বিদ্যালয়ের ছাত্রদের এক মনোরম সালামী গ্রহণ শেষে শ্বেতকপোত অবমুক্তের মধ্যদিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। বিজয়ী হওয়াটাই বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণ করাটাই সব থেকে বড় বিষয়। সুস্থ ও সুন্দর জীবন গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করতে হবে। মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।’