ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে লুৎফর রহমান লিটু (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরে পরিচয় শনাক্ত হয়। নিহত লুৎফর রহমান লিটু চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ওই ব্যক্তি গাইদঘাট এলাকার রেললাইনের আশপাশে ঘোরাফেরা করছিল। বেলা একটার দিকে রেললাইনের পাশে তার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। তিনি হয়ত কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা করতে পারেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। প্রথমে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পরে পুলিশের মাধ্যমে ও বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবি পোস্ট দিলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘নিহতর পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, তিনি অনেকদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাজশাহী ও সর্বশেষ গত ৪ দিন আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার সকালে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড টাইম : ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে লুৎফর রহমান লিটু (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরে পরিচয় শনাক্ত হয়। নিহত লুৎফর রহমান লিটু চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ওই ব্যক্তি গাইদঘাট এলাকার রেললাইনের আশপাশে ঘোরাফেরা করছিল। বেলা একটার দিকে রেললাইনের পাশে তার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। তিনি হয়ত কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা করতে পারেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। প্রথমে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পরে পুলিশের মাধ্যমে ও বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবি পোস্ট দিলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘নিহতর পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, তিনি অনেকদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাজশাহী ও সর্বশেষ গত ৪ দিন আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার সকালে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।’