আলমডাঙ্গার স্বপ্নীলের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন
- আপলোড টাইম : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার সাংবাদিকপুত্র সায়মুুম আরাফাত স্বপ্নীল উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশগ্রহণ করে (হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে) উপস্থিত বক্তৃতায় বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছে।
স্বপ্নীল ইতিপূর্বে দুইবার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করতে পারেনি। কিন্তু হাল ছেড়ে দেয়নি। এই বছর সে উপজেলা এবং জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় কৃতিত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। স্বপ্নীল আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান মো. বশিরুল আলম ও সহকারী শিক্ষিকা মোসা. মাহবুবা আক্তারের ছেলে।
সাংবাদিক পুত্র স্বপ্নীল জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক শাহাবুল হক, অর্থ সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, শিক্ষাবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, ধরিত্রী প্রকাশনার প্রকাশক ও কবি কিশোর কারণিক।