দর্শনায় কৃষক খেতমজুর সমিতির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় কৃষক খেতমজুর সমিতির দর্শনায় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দর্শনা রেলবাজার রুস্তম আলী মার্কেটের দ্বিতীয় তলায় সভায় সভাতিত্ব করেন মুর্শিদ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় কৃষক খেতমজুর সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটি ও জাতীয় গণফ্রেন্টের সমন্বয়ক টিপু বিশ^াস। টিপু বিশ^াস বলেন, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমাতে হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের কষাঘাতে মেহনতি মানুষ দিহোরা হয়ে পড়েছে। তিনি মূল্য বৃদ্ধিরোধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণফ্রেন্টের নেতা কামরুজ্জামান ফিরোজ। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক শ্রমিক নেতা জুলফিকার হায়দার।