দর্শনা প্রেসক্লাবের সেক্রেটারি ওসমান আলীর পিতার ইন্তেকাল
- আপলোড টাইম : ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলীর পিতা ইছাহক মন্ডল (৭৮) ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সনো টাওয়ারে ইসিজি করার সময় তার মৃত্যু হয়। তিনি তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে মৃত খেলাফত মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইছাহকের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক, সাবেক সভাপতি মরিুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান সুমন, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, মাহমুদ হাসান রনি, হাসমত আলী, ওয়াসিম রয়েল, ইমতিয়ার রয়েল, সাব্বির আলিম, রাজিব মল্লিক, রিফাত রহমান, বাঁধন ও ফরহাদ হোসেন শোক প্রকাশ করেছেন।
এছাড়া দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, পৌর বিএনপির সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী, ইকবাল হোসেন, মশিউর রহমান, লুৎফর রহমান ও ব্রাইট, অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিডিএল এর পরিচালক আবু সুফিয়ান শোক প্রকাশ করেছেন।