শিরোনাম:
দর্শনা ইমিগ্রেশন পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি আশিকুল হক
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
দর্শনার জয়নগর ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত (এসবি) আশিকুল হক ভূইয়া। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি জয়নগর ইমিগ্রেশনে পৌঁছালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ফুল দিয়ে তাকে বরণ করেন। এসময় ইমিগ্রেশন পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে জয়নগর সীমান্তের শূন্য রেখা পরিদর্শন করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সীমান্ত এলাকা সংরক্ষিত পরামর্শ দিয়ে চলে যান।
ট্যাগ :