মেহেরপুরে ‘বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা
- আপলোড টাইম : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে ‘বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন। জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম প্রমুখ।