ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ও বোমা ফাটিয়ে গণডাকাতি

মামলার তিন ঘণ্টার মধ্যে মূল হোতা গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ১০:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ও বোমা ফাটিয়ে সংঘবদ্ধভাবে গণডাকাতির ঘটনায় মূল হোতা বাইতুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাইতুল ইসলাম আলমডাঙ্গা থানাধীন ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মৃত বোরহান আলীর ছেলে। তিনি আলমডাঙ্গাসহ একাধিক থানায় চুরি ও ডাকাতি মামলার আসামি।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় কুষ্টিয়ার ড্রাম ট্রাকচালক মিতুল বাদী হয়ে গতকাল দুপুরে আলমডাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যেই পুলিশ ডাকাত দলের মূল হোতাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই আলমডাঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনায় কুষ্টিয়ার ট্রাকচালক মিতুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই মূল হোতা বাইতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর এলাকায় প্রধান সড়কে গাছ ফেলে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধ ডাকাত দল তাণ্ডব চালায়। রাত ২টা থেকে ৩টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে বাস, ট্রাক, পিকআপ ও লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ও বোমা ফাটিয়ে গণডাকাতি

মামলার তিন ঘণ্টার মধ্যে মূল হোতা গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ও বোমা ফাটিয়ে সংঘবদ্ধভাবে গণডাকাতির ঘটনায় মূল হোতা বাইতুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাইতুল ইসলাম আলমডাঙ্গা থানাধীন ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মৃত বোরহান আলীর ছেলে। তিনি আলমডাঙ্গাসহ একাধিক থানায় চুরি ও ডাকাতি মামলার আসামি।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় কুষ্টিয়ার ড্রাম ট্রাকচালক মিতুল বাদী হয়ে গতকাল দুপুরে আলমডাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যেই পুলিশ ডাকাত দলের মূল হোতাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই আলমডাঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনায় কুষ্টিয়ার ট্রাকচালক মিতুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই মূল হোতা বাইতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর এলাকায় প্রধান সড়কে গাছ ফেলে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধ ডাকাত দল তাণ্ডব চালায়। রাত ২টা থেকে ৩টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে বাস, ট্রাক, পিকআপ ও লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।