জীবননগরে স্কাউটস-এর ত্রৈবার্ষিক কাউন্সিল
- আপলোড টাইম : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের জীবননগর উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল- আমীন এই কাউন্সিলের উদ্বোধন করেন। কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস জীবননগর উপজেলার সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমীন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আব্দুল মালেক, মো. সাইদুর রহমান, মো. শরিফুল ইসলাম, মো. মশিয়ার রহমান ও মোছা. কামরুননাহার। সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. খালিদ হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবর আলী। গ্রুপ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. শরিফুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. ছানোয়ার হোসেন ও তাপস কুমার দাস।