গড়াইটুপিতে ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ
- আপলোড টাইম : ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার তেঘরী বটতলায় কয়েকশত স্থানীয় লোকজনসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক সদস্য আব্দুস সাত্তার, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দর্শনা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, অ্যাডভোকেট পারভেজ মিয়া প্রমুখ। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হকের উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্বে ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি কামাল হোসেন।