ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা আজ

ভার্চ্যুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা-২০২৫। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে শাহেদ গার্ডেনে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবেন। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতা-কর্মীদের সুসংগঠিত ও প্রশিক্ষিত করা জরুরি। বিএনপি একটি সুসংগঠিত দল হিসেবে এই কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত থেকে দলীয় নীতিমালা, সাংগঠনিক কৌশল, গণসংযোগসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা মতবিনিময় করবেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।’
তিনি বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের এই প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলেও আমরা আশা করছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা আজ

ভার্চ্যুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আপলোড টাইম : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা-২০২৫। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে শাহেদ গার্ডেনে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবেন। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতা-কর্মীদের সুসংগঠিত ও প্রশিক্ষিত করা জরুরি। বিএনপি একটি সুসংগঠিত দল হিসেবে এই কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত থেকে দলীয় নীতিমালা, সাংগঠনিক কৌশল, গণসংযোগসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা মতবিনিময় করবেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।’
তিনি বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের এই প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলেও আমরা আশা করছি।’