ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ

অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড কমিটি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ বলেছেন, অসহায় দরিদ্র মানুষের জন্য লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সেবা দেয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব মানুষেরা যাতে বিনা খরচে আইনগত সেবার আওতায় আসতে পারে, সেই লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। তিনি লিগ্যাল এইডের সাথে সম্পৃক্ত সকলকে এবং কমিটির প্যানেলভুক্ত আইনজীবীদের ব্যাপক প্রচার-প্রচারণা করার জন্য অনুরোধ করেন। তিনি জানান, চলতি মাসে প্রাপ্ত ৪৭টি আবেদন অনুমোদন দেয়া হয়েছে। আবেদনকারীরা বিনা খরচে আইনগত সেবা পাবেন। এছাড়াও ১৫ জন বিজ্ঞ আইনজীবীর দাখিল করা বিল সভা থেকে অনুমোদন দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, একজন আইনজীবী প্রতি মাসে সর্বোচ্চ ৫টি মামলা পরিচালনা করতে পারবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ শামীম রেজা ডালিম, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবর সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, আজকের খাসখবর প্রতিনিধি রনি আলম চৌধুরী, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা, জাহানারা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ

অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড কমিটি

আপলোড টাইম : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ বলেছেন, অসহায় দরিদ্র মানুষের জন্য লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সেবা দেয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব মানুষেরা যাতে বিনা খরচে আইনগত সেবার আওতায় আসতে পারে, সেই লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। তিনি লিগ্যাল এইডের সাথে সম্পৃক্ত সকলকে এবং কমিটির প্যানেলভুক্ত আইনজীবীদের ব্যাপক প্রচার-প্রচারণা করার জন্য অনুরোধ করেন। তিনি জানান, চলতি মাসে প্রাপ্ত ৪৭টি আবেদন অনুমোদন দেয়া হয়েছে। আবেদনকারীরা বিনা খরচে আইনগত সেবা পাবেন। এছাড়াও ১৫ জন বিজ্ঞ আইনজীবীর দাখিল করা বিল সভা থেকে অনুমোদন দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, একজন আইনজীবী প্রতি মাসে সর্বোচ্চ ৫টি মামলা পরিচালনা করতে পারবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ শামীম রেজা ডালিম, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবর সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, আজকের খাসখবর প্রতিনিধি রনি আলম চৌধুরী, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা, জাহানারা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলম।