জামায়াতে ইসলামী জুড়ানপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন
আমরা মানুষের পাশে থাকতে চায় - রুহুল আমিন
- আপলোড টাইম : ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ানপুর ইউনিয়ন অফিস উদ্বোধনকালে দলটির জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘আমরা জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকতে চায়। আমরা কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন পাড়া-মহল্লায় কুরআন শিক্ষা, হাদিস চর্চা ও মানুষকে নামাজের দাওয়াত দেওয়া। এভাবে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’ তিনি আরও বলেন, ‘জামায়াতের অফিস জনগণের অফিস। এখানে মানুষ সেবা পাওয়ার আশায় আসবে এবং ইনশাআল্লাহ সেবা পাবে।’ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাজারে ইউনিয়ন সভাপতি শামীমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, শিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন, উপজেলা সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, জুড়ানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাসেলসহ আবু সাইদ। এছাড়াও আজানুর রহমান, আব্দুর রাজ্জাক, লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।