বাটিকাডাঙ্গায় ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি!
- আপলোড টাইম : ১০:৩২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্গত গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার সুযোগে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইমরান হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের দরজার তালা ভেঙে নগদ ১৩ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাটিকাডাঙ্গা গ্রামে ওয়াজ মাহফিল ছিল। ইমরান হোসেনসহ তার পরিবারের সদস্যরা মূল গেটসহ ঘরের দরজায় ৬টি তালা লাগিয়ে মাহফিল শুনতে যান। ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ড্রয়ার ও ব্যাগে রাখা নগদ ১৩ হাজার টাকা, একটি সোনার চেইন, দুটি আংটি এবং একটি টায়রা নিয়ে যায়।
ইমরান হোসেন বলেন, ‘আমরা মূল গেট ও ঘরের দরজায় তালা মেরে মাহফিল শুনতে যাই। কিছুক্ষণ পর দুইজন আত্মীয়কে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে আসি। এসে দেখি তালাগুলো ভাঙা। ঘরে গিয়ে দেখি ড্রয়ারে থাকা ৯ হাজার টাকা, শ্বাশুড়ির ব্যাগে থাকা ৪ হাজার টাকা এবং ছেলের একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও একটি টায়রা চুরি হয়ে গেছে।
ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন ভুক্তভোগী ইমরান হোসেনের বাড়িতে যান। তিনি বলেন, ‘চুরির বিষয়টি জানার পর আমি সেখানে গিয়েছি। পরিবার জানিয়েছে, তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।’