আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি সেলিম ও সম্পাদক তোতা মিয়া
- আপলোড টাইম : ১০:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দীন। এছাড়াও সিনিয়র সহসভাপতি শিলন খান, সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক তোতা মিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিশান আলী, সহ-সাধারণ সম্পাদক রানা শেখ, বাদশা, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মমিন খান, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মতিয়ার রহমানসহ ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ ও সদস্যসচিব ছানোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতা রফু উদ্দীন, বজলুর রহমান, বিএনপি নেতা শেখ আব্দুল মমিন, আবু জাফর, বদর উদ্দীন বদে, ডা. তৈয়েবুর রহমান, সদর উদ্দীন মল্লিক সুদোসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা যুবদলের অন্যতম সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ।