ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদার হাউলীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি জহিরুল ইসলাম

পরিবারসহ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে

প্রতিবেদক, দামুড়হুদা :
  • আপলোড টাইম : ১০:২৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার হাউলীতে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ উঠান বৈঠক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাউলী ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহলের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধন অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ থেকে সকল নেতিবাচক বিষয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা সৃষ্টি করে, তা রোধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।’
মতবিনিময় শেষে জেলা প্রশাসক জহিরুল ইসলাম হাউলী ইউনিয়নের গৃহীত প্রকল্পের অধীনে কৃষকদের মধ্যে ২৭টি স্প্রে মেশিন ও দুস্থ মহিলাদের মধ্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করেন। পরে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ পরিষদের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনিয়ন চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মির্জা শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার ছিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য সুমন, হুমায়ূন কবির ডাবলু, হাউলী ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা আরিফুল ইসলাম আরিফসহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দসহ ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম মমিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার হাউলীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি জহিরুল ইসলাম

পরিবারসহ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে

আপলোড টাইম : ১০:২৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দামুড়হুদা উপজেলার হাউলীতে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ উঠান বৈঠক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাউলী ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহলের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধন অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ থেকে সকল নেতিবাচক বিষয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা সৃষ্টি করে, তা রোধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।’
মতবিনিময় শেষে জেলা প্রশাসক জহিরুল ইসলাম হাউলী ইউনিয়নের গৃহীত প্রকল্পের অধীনে কৃষকদের মধ্যে ২৭টি স্প্রে মেশিন ও দুস্থ মহিলাদের মধ্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করেন। পরে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ পরিষদের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনিয়ন চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মির্জা শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার ছিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য সুমন, হুমায়ূন কবির ডাবলু, হাউলী ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা আরিফুল ইসলাম আরিফসহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দসহ ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম মমিন।