ভাংবাড়ীয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা
- আপলোড টাইম : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তিলগ্নে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিকা ছিল অনবদ্য। বিএনপিকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার জন্য ভাংবাড়ীয়ার নেতা-কর্মীরা নিবেদিত প্রাণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুল হুদা তুহিন ও মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, মহিলা দলের নেত্রী মাহাফুজা আক্তার জলি, সাহার বানু, তহমিনা খাতুন, সাগরী খাতুন, জাহানারা খাতুন, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, রাসেল হুদা, সাধন বিশ্বাস, শাহীন রেজা, মিলন, বুলবুল, মহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান শামিম, ডা. আমিরুল ইসলাম কাতব, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীন, আব্দুর রউফ খোকন, ইসমাইল হুদা প্রমুখ