জীবননগর সাংবাদিক সমিতির সভাপতিকে মোবাইলে হুমকি
- আপলোড টাইম : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমানকে এক অপরিচিত ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে মোবাইল নম্বর ০১৭১৩-৯০৩৯৫২ থেকে তাঁকে এই হুমকি দেওয়া হয়।
সাংবাদিক আতিয়ার রহমান জানান, ‘ফোন কলটি পাওয়ার পর অপরিচিত ব্যক্তি আমার নাম জিজ্ঞাসা করে এবং নিশ্চিত হওয়ার পর হুমকি দিতে থাকে। আমি বারবার তার পরিচয় জানতে চাইলে সে কোনো উত্তর না দিয়ে শুধু আবোল-তাবোল কথা বলতে থাকে। শেষমেশ সে বলে, ‘সবকিছু পরে টের পাবি,’ বলেই ফোনটি কেটে দেয়। পরে অনেক খোঁজখবর নিয়ে ওই ব্যক্তির নাম, ঠিকানা ও ছবি পেয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি।’
এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।