সরোজগঞ্জে আজ ওয়াজ করবেন মুফতি আমির হামজা
- আপলোড টাইম : ১০:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ শাহাপুর হাজী ওসমান-রাবেয়া এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজ বুধবার বাদ আসর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ১১তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। মাহফিলে প্রধান বক্তা থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রজব আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেবেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ ও আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আরটিভির আলোচক হযরত মাওলানা হুসাইন আহম্মেদ মাহফুজ (কুষ্টিয়া)। বিশেষ বক্তা হিসেবে আলাচনা করবেন বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার।
এছাড়াও মাহফিলে অতিথি থাকবেন সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওলিউল্লাহ (ওলি হুজুর), কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম (নজু), সাবেক মেম্বার সালাউদ্দীন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বিল্লাল হোসেন, ব্যবসায়ী ওশন মিয়া, আমিনুল ইসলাম, এবং শাহাপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. খন্দকার গোলাম মোস্তফা কবির।