ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩

ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাছনহাটি গ্রামের মৃত আজগার মন্ডলের ছেলে তপন মিয়া (৩৫), সদর উপজেলার পিরোজখালি গ্রামের আলম হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) এবং সদর উপজেলার মর্তুজাপুর গঙপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজুমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুরে সদর উপজেলার হাছনহাটি গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এসময় নেশা করে মাতলাল অবস্থায় তপন মিয়া নামের একজনকে আটক করা হয়। পরে সদর উপজেলার পিরোজখালি গ্রামে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানকে গাঁজাসহ আটক করা হয়। একই অভিযানিক টিম সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আটক তপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। মোস্তাফিজুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, আটক তরিকুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত তপন মিয়া ও মোস্তাফিজুর রহমানকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩

ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাছনহাটি গ্রামের মৃত আজগার মন্ডলের ছেলে তপন মিয়া (৩৫), সদর উপজেলার পিরোজখালি গ্রামের আলম হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) এবং সদর উপজেলার মর্তুজাপুর গঙপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজুমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুরে সদর উপজেলার হাছনহাটি গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এসময় নেশা করে মাতলাল অবস্থায় তপন মিয়া নামের একজনকে আটক করা হয়। পরে সদর উপজেলার পিরোজখালি গ্রামে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানকে গাঁজাসহ আটক করা হয়। একই অভিযানিক টিম সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আটক তপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। মোস্তাফিজুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, আটক তরিকুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত তপন মিয়া ও মোস্তাফিজুর রহমানকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।