ইপেপার । আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলার সাফল্য

জাতীয় গোল্ডকাপের জমজমাট ফাইনাল আজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনূর্ধ্ব-১৭ আসরে বালক ও বালিকা উভয় বিভাগে ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বালিকা বিভাগে জীবননগর উপজেলাকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সদর উপজেলা। এদিকে, বালক বিভাগের সেমিফাইনালে আলমডাঙ্গা উপজেলার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে সদর উপজেলা। এছাড়াও বালক বিভাগে চুয়াডাঙ্গা পৌরসভা দল ১-০ গোলে জীবননগর উপজেলা দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আজ বুধবার বিকেলে বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

গতকালের খেলায় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা মাহমুদুল হক লিটন, এফসির সাবেক কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা এবং শরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবলপ্রেমী দর্শকরাও মাঠে ছিলেন। ম্যাচ পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, শফিকুন্নবী রিয়ান এবং লিটা হোসেন। বালক এবং বালিকা দুটি দলেই সদর উপজেলা ফাইনালে স্থান করে নেয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলার সাফল্য

জাতীয় গোল্ডকাপের জমজমাট ফাইনাল আজ

আপলোড টাইম : ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনূর্ধ্ব-১৭ আসরে বালক ও বালিকা উভয় বিভাগে ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বালিকা বিভাগে জীবননগর উপজেলাকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সদর উপজেলা। এদিকে, বালক বিভাগের সেমিফাইনালে আলমডাঙ্গা উপজেলার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে সদর উপজেলা। এছাড়াও বালক বিভাগে চুয়াডাঙ্গা পৌরসভা দল ১-০ গোলে জীবননগর উপজেলা দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আজ বুধবার বিকেলে বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

গতকালের খেলায় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা মাহমুদুল হক লিটন, এফসির সাবেক কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা এবং শরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবলপ্রেমী দর্শকরাও মাঠে ছিলেন। ম্যাচ পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, শফিকুন্নবী রিয়ান এবং লিটা হোসেন। বালক এবং বালিকা দুটি দলেই সদর উপজেলা ফাইনালে স্থান করে নেয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।