চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধনকালে রুহুল আমিন
ছাত্রশিবির সবসময় নতুন কিছু করার প্রয়াস রাখে
- আপলোড টাইম : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। গতকার মঙ্গলবার সকালে সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রশিবির সবসময় নতুন কিছু করার প্রয়াস রাখে। তাদের প্রকাশনাগুলো পথহারা যুব সমাজ ও জ্ঞানপিপাসুদের জন্য বিশেষভাবে উপযোগী। এ আয়োজনের সফলতা কামনা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির হাসিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন এবং হুমায়ুন কবীর। এছাড়াও জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবের প্রথম দিনেই প্রাঙ্গণজুড়ে তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল।