মুন্সিগঞ্জে কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
চ্যাম্পিয়ন কুষ্টিয়া ক্রিকেট একাদশ পেল দেড় লাখ টাকা পুরস্কার
পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা শরীফ
- আপলোড টাইম : ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমি মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় চুয়াডাঙ্গা উল্কা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় কুষ্টিয়া ক্রিকেট একাদশ। গতকাল মঙ্গলবার বেলা একটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চুয়াডাঙ্গা উল্কা ক্রীড়া চক্র ও কুষ্টিয়া ক্রিকেট একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে কুষ্টিয়া ক্রিকেট একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ব্যাট করে চুয়াডাঙ্গা উল্কা ক্রীড়া চক্র ২২৪ রান সংগ্রহ করে। জবাবে কুষ্টিয়া ক্রিকেট একাদশ ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৪ রানের লক্ষ্য নিয়ে জয়লাভ করে ফাইনাল ট্রফি নিজেদের করে নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সহযোগী সাহিদুজ্জামান টরিকের পক্ষ থেকে বিজয়ী দলকে ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন। এবং রানার্সআপ দলকে ৭৫ হাজার টাকার পুরস্কার প্রদান করেন আবদুল্লাহ আল মামুন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জাহ মিল্টন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্যের শক্তি বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। পতিত স্বৈরাচার সরকারের নীতিহীন কর্মকাণ্ডে দেশের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় এ ধরনের কার্যক্রমে পাশে থাকব।’
জেলা বিএনপির এই নেতা টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট শুধু মেধা বিকাশই নয়, তরুণ প্রজন্মকে নেতিবাচক কাজ থেকে বিরত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এসময় তিনি এমন আয়োজনে জেলা বিএনপির পক্ষ থেকে আগামীতেও সহযোগিতা রাখার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি সুযোগ। পতিত সরকার জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছিল, খেলাধুলার পরিবেশ ধ্বংস করেছিল এবং তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত করেছিল। এখন আমরাই পারি আমাদের দেশকে পূর্বের শৃঙ্গল থেকে মুক্ত পালে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আর এই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন জেহেলা ক্রিকেট টিমের সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগরওলা ও জেহেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন খান। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন স্থানীয় ক্রীড়ামোদী আবদুল্লাহ আল মামুন।