আলমডাঙ্গায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
- আপলোড টাইম : ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মো. মফিজুর রহমান। ডক্টর মো. মাহবুব আলমের উপস্থাপনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান।
প্রধান আলোচক বলেন, ‘তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হবে ইনশাল্লাহ। জুলাইয়ের গণঅভ্যুত্থান তারই প্রমাণ। স্বৈরাচারী সরকার তারুণ্যের কাছে পরাজয় মেনে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বিশ্বাস করি তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে।’
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন প্রভাষক জামাল উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক পলি রানি সিনহা। সেমিনারে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মোনয়েম, জাহিদ হাসান শুভ, মো. রাকিব মাহমুদ, ওয়াসিকুর রহমান ইমরান, আল ইমরান রাসেল, মো. সাইফুল ইসলাম প্রমুখ।