আলমডাঙ্গায় প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কার
- আপলোড টাইম : ০৮:৪৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার উদ্যোগে জিকে ক্যানালের প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা একটা থেকে এই কার্যক্রম শুরু হয়। আগামী কয়কেদিন এই কার্যক্রম চলবে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আহ্বায়ক কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সাঈদ মোহাম্মদ হিরন, মো. বখতিয়ার হামিদ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান প্রিন্স, সদস্যসচিব আহমেদ শাওন, সদস্য মোমিন, তারিফ, দিপ্ত, হাসান প্রমুখ।
পৃথিবী নামক এই নীল গ্রহে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্রের সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা। তাহলেই কেবল টিকে থাকবে এই গ্রহে মানুষের অস্তিত্ব। এই চরম সত্যটিকে উপলব্ধি করেই আলমডাঙ্গা উপজেলা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কাজ করছে।