ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল।

আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় প্রধান অতিথি বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের ভূমিকাকে ফোকাস করা হচ্ছে। আমরা সকলেই জানি তারুণ্য বা তরুণ বয়স আসলে কী? তারুণ্য হলো ছলছলে চনমনে বয়স, খেলাধুলার বয়স, লেখাপড়ার বয়স, তো আজ সারাদিন খেলাধুলা করব ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করে নিজের যোগ্যতাকে মেলে ধরব। এই সময় প্রতিটি ব্যক্তির জীবন চলার পথের সিঁড়ি তৈরি হয়। হোক সেটা ভালো পথ বা মন্দ পথ। আমি আশা করব, আমার সামনে উপস্থিত প্রতিটি তরুণ-তরুণী আজকে যে শপথ বাক্য পাঠ করল, এর মাধ্যমে ভালো পথে থেকে নিজের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করে সমাজে নিজের পিতা মাতার মুখ উজ্জ্বল করবে।’
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যবৃন্দ দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও অ্যাথেলেট, সাংস্কৃতিক, কেরাত, হামদ নাত, দেশাত্মবোধক গান এবং মুক্তযুদ্ধভিত্তিক যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা মেলে ধরেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু, গভর্নিং বডির সদস্য আশাবুল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান (পরিসংখ্যান), রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, আমিনুর রহমান, আনিসুজ্জামান মল্লিক, শরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন, নুর কুতুব উল আলম, হাসিবুল আলম, সহকারী অধ্যাপিকা রেহেনা কুল, ক্রীড়া শিক্ষক বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল।

আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় প্রধান অতিথি বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের ভূমিকাকে ফোকাস করা হচ্ছে। আমরা সকলেই জানি তারুণ্য বা তরুণ বয়স আসলে কী? তারুণ্য হলো ছলছলে চনমনে বয়স, খেলাধুলার বয়স, লেখাপড়ার বয়স, তো আজ সারাদিন খেলাধুলা করব ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করে নিজের যোগ্যতাকে মেলে ধরব। এই সময় প্রতিটি ব্যক্তির জীবন চলার পথের সিঁড়ি তৈরি হয়। হোক সেটা ভালো পথ বা মন্দ পথ। আমি আশা করব, আমার সামনে উপস্থিত প্রতিটি তরুণ-তরুণী আজকে যে শপথ বাক্য পাঠ করল, এর মাধ্যমে ভালো পথে থেকে নিজের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করে সমাজে নিজের পিতা মাতার মুখ উজ্জ্বল করবে।’
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যবৃন্দ দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও অ্যাথেলেট, সাংস্কৃতিক, কেরাত, হামদ নাত, দেশাত্মবোধক গান এবং মুক্তযুদ্ধভিত্তিক যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা মেলে ধরেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু, গভর্নিং বডির সদস্য আশাবুল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান (পরিসংখ্যান), রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, আমিনুর রহমান, আনিসুজ্জামান মল্লিক, শরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন, নুর কুতুব উল আলম, হাসিবুল আলম, সহকারী অধ্যাপিকা রেহেনা কুল, ক্রীড়া শিক্ষক বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা।