মেহেরপুরের গাংনীতে ইটভর্তি ট্রাকের ধাক্কায় শিশু নিহত
- আপলোড টাইম : ০৮:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ইটভর্তি ট্রাকের ধাক্কায় তাইমুজ্জামান (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার বড় চাচা বাবু হোসেন (৩৫)। গতকাল সোমবার বেলা একটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইমুজ্জামান মেহেরপুর জেলা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ও আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে। শিশু তাইমুজ্জামান জেলা শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাইমুজ্জামান তার চাচার সাথে মোটরসাইকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তারা শুকুরকান্দি নামক স্থানে পোঁছালে ইটভাটা থেকে দ্রুতগামী ট্রাক রাস্তায় উঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাইমুজ্জামান ও তার চাচা বাবুকে উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাইমুজ্জামানকে মৃত ঘোষণা করেন। তার চাচা বাবু ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।