বেগমপুরে ৬ মাসেও চালু হয়নি ইউপির তথ্য সেবা কার্যক্রম
ভোগান্তিতে ইউনিয়নের হাজারো মানুষ
- আপলোড টাইম : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ৬ মাসেও চালু হয়নি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম। উদ্যাক্তা নিয়োগ নিয়ে জটিলতা না কাটায় দিনদিন ভোগান্তি বাড়ছে ইউনিয়নের নাগরিক সেবা প্রত্যাশী হাজারো মানুষের। হিসাব সহকারী দিয়ে দায়সার কার্যক্রম চালানোর ফলে ভোগান্তি বাড়ছে দ্বিগুন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যাক্তা গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তথ্য ও সেবা কেন্দ্রে না আসায় সেবা কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় পরিষদের পক্ষ থেকে হিসাব সহকারী ফিরোজ আহমেদকে দায়িত্ব দিয়ে তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম চালু করা হয়। হিসাব সহকারীকে নিজের কাজের পাশাপাশি তথ্য সেবা কেন্দ্রের কাজ করতে গিয়ে হিমশিম আর নাগরিক সেবা পেতে চরম ভোগান্তির স্বীকার হতে হয় সেবা প্রত্যাশীদের।
এ নিয়ে দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কতৃপক্ষের। উপজেলা নির্বাহী অফিসার দ্রুত সময়ের মধ্যে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যাক্তা নিয়োগ দেওয়ার কথা জানালেও দিন গড়িয়ে দীর্ঘ হলেও নিয়োগ করা হয়নি কোনো উদ্যোক্তা। যার ফলে দিনদিন নাগরিক সেবা প্রত্যাশী এই ইউনিয়নের কয়েক হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেনো দেখার কেউ নেই।
বেগমপুর ইউনিয়নে নাগরিক সনদপত্র ও জন্মনিবন্ধনসহ অন্য গুরুত্বপূর্ণ সেবা নিতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জন সাধারণের ভোগান্তি লাগবে দ্রুত সময়ের মধ্যে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।