মেহেরপুরে মাদক বিরোধী সমাবেশ
- আপলোড টাইম : ০৮:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
‘মাদকের বিষে নষ্ট হবে না জীবন, আলোয় ভরবে তরুণ-তরুণীর মন’ প্রতিপাদ্যে মেহেরপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
বক্তব্য দেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পুলিশের এসআই সুজয় কুমার মল্লিক, ইউপি সদস্য সামিনা আক্তার, ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটারি ইসতিয়াক উদ্দিন অর্ণব প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের জন্য ‘মাদককে না বলুন’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।