চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলার জয়লাভ
- আপলোড টাইম : ০৮:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা) উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে গতকাল সোমবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, বিপিএম-সেবা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম সাইফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, আবদুল্লাহ আল নাঈম, মির্জা শহীদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ আবু রাশেদ।
আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি এখলাস উদ্দিন সুজন, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, নাজমুল হক শান্তি, শহীদুল কদর জোয়ার্দ্দার, মিজানুল হক মিজান, বিপুল হাসান হ্যাজি, বাবু মুন্সী, সোহেল আহমেদ মালিক সুজন, তারিকুল ইসলাম তরু, মুরাদ ফেরদৌস, সোহেল, মোহাম্মদ আলী সিদ্দিক, মহাসিন কামাল, ইউনুস মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিমন মণ্ডল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা ও ধারাভাষ্য দেন শামিম আহম্মেদ খান এবং ইসলাম রকিব।
উদ্বোধনী দিনে বালিকা বিভাগে চুয়াডাঙ্গা সদর উপজেলা ২-০ গোলে চুয়াডাঙ্গা পৌরসভাকে পরাজিত করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার পক্ষে রোমানা এবং বৈশাখী একটি করে গোল করেন। সদর উপজেলা দল উদ্বোধনী ম্যাচে জয়লাভ করায় দলের প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। সদর উপজেলা দলের দায়িত্ব পালন করেন সোহেল আহমেদ মালিক সুজন, কোচ বাবু মুন্সী এবং সহকারী ম্যানেজার ইসলাম রকিব।
বালক বিভাগে আলমডাঙ্গা উপজেলা ১-০ গোলে দামুড়হুদা উপজেলাকে পরাজিত করে। আলমডাঙ্গার পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন দূর্জয়। বালক বিভাগের উদ্বোধনী ম্যাচে আলমডাঙ্গা জয়লাভ করায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আলমডাঙ্গা উপজেলা দলের কোচ ছিলেন শরিফুল ইসলাম এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুল হক মিজান।
গতকালের খেলা দুটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফিজ, শফিকুন নবী রিয়ান, লিটা হোসেন, পারভেজ এবং রেজাউল হক রিজু। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু এবং মাহমুদুল হক লিটন। তারুণ্যের স্লোগানকে সামনে রেখে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি বালক-বালিকাদের কাবাডি প্রতিযোগিতা এবং ৮ থেকে ১৮ বছর বয়সী বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জানুয়ারি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল শেষে কাবাডি এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।