চুয়াডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষার্থীদের সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে- ডিসি- আপলোড টাইম : ০৮:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারি বালিকা বিদ্যালয়ের যে মাঠটি রয়েছে, তার যথাযথ ব্যবহার করতে হবে। সাধারণত প্রতিটি পরিবারই তাদের মেয়ে সন্তানদের ক্ষেত্রে বিদ্যালয়ের বাইরে খেলাধুলায় আগ্রহ দেখান না। আমি মনে করি বিদ্যালয়ের মাঠটি ছাত্রীদের খেলাধুলার জন্য জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।’
জেলা প্রশাসক বলেন, ‘একটি বিষয় লক্ষ্য করা যায় যে, বর্তমান সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে গেছে। নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিভিন্ন কোচিংয়ে যুক্ত থাকা একটি কারণ।’ জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘একটি সময় ছিল, যখন আমরা স্কুলে লেখাপড়া করেছি, একজন শিক্ষকের ক্লাস করার জন্য অপেক্ষা করে থাকতাম। কারণ সেই শিক্ষক তাঁর শিক্ষার দ্বারা আমদের মন জয় করতেন। একজন শিক্ষক চাইলে তার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কোচিং থেকে দূরে রাখতে পারেন। শ্রেণিকক্ষে যদি শিক্ষার্থীরা তাদের পড়ায় মনযোগী হয় এবং শিখতে আগ্রহী হয়, তাহলে শিক্ষার্থীদের কোচিং থেকে ক্লাসে ফিরিয়ে আনা সম্ভব।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার বয়স, সোস্যাল মিডিয়ায় সময় নষ্ট করলে তা ক্ষতি ছাড়া কোনো উপকারে আসবে না। শিক্ষার্থীদের যতদূর সম্ভব সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রত্যেককে নিজেকে আলাদা করে দেখতে হবে। প্রতি বছর মেডিকেলে যে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান, তা ২৫ জনে একজন মাত্র। যে নিজেকে আলাদা করে দেখে এবং লেখাপড়ার বাইরে অপ্রয়োজনে সময় নষ্ট করে না, সে তার লক্ষে পৌঁছাতে এবং নিজের আগামীকে সুন্দর করে দেশের জন্য উপস্থাপন করতে পারবে।’
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও সাংবাদিক শাহ আলম সনি।
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিমের পুত্র সাদমান সাকিব ইফতি প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে দ্বিতীয় শ্রেণিতে ১ম স্থান অধিকার করায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহসীন আলীর পরিচালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।