ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে আর্চ্যারি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী আর্চ্যারি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে উজ্জীবিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ আর্চ্যারি ফেডারেশন এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে। প্রতিযোগিতায় মোট ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পুরুষ এককে সাকিব স্বর্ণপদক জয় করেন, রৌপ্যপদক পান শিহাব, আর ব্রোঞ্জপদক পান শারুফ। মেয়েদের এককে তিষা স্বর্ণপদক জয় করেন, রৌপ্যপদক পান মৌ, আর ব্রোঞ্জপদক পান মনিকা। এছাড়া মেয়েদের জুনিয়র এককে স্বর্ণপদক জয় করেন জিতু, রৌপ্যপদক পান নদী, এবং ব্রোঞ্জপদক পান তন্নি।

খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. খন্দকার গোলাম মওলা এবং বাংলাদেশ আর্চ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আর্চ্যারি খেলার মতো শৃঙ্খলাপূর্ণ এবং মনোযোগ বৃদ্ধি করা খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস এবং মনোযোগের মতো গুণাবলী তৈরি করবে।’ উৎসবমুখর পরিবেশে আয়োজনটি চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে আর্চ্যারি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণের আহ্বান

আপলোড টাইম : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী আর্চ্যারি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে উজ্জীবিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ আর্চ্যারি ফেডারেশন এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে। প্রতিযোগিতায় মোট ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পুরুষ এককে সাকিব স্বর্ণপদক জয় করেন, রৌপ্যপদক পান শিহাব, আর ব্রোঞ্জপদক পান শারুফ। মেয়েদের এককে তিষা স্বর্ণপদক জয় করেন, রৌপ্যপদক পান মৌ, আর ব্রোঞ্জপদক পান মনিকা। এছাড়া মেয়েদের জুনিয়র এককে স্বর্ণপদক জয় করেন জিতু, রৌপ্যপদক পান নদী, এবং ব্রোঞ্জপদক পান তন্নি।

খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. খন্দকার গোলাম মওলা এবং বাংলাদেশ আর্চ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আর্চ্যারি খেলার মতো শৃঙ্খলাপূর্ণ এবং মনোযোগ বৃদ্ধি করা খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস এবং মনোযোগের মতো গুণাবলী তৈরি করবে।’ উৎসবমুখর পরিবেশে আয়োজনটি চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।