চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব আজ
- আপলোড টাইম : ০৮:২৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ এর আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের পক্ষ থেকে নতুন প্রকাশনা উন্মোচন ছাড়াও সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। জেলা ছাত্রশিবির সূত্রে জানা গেছে, এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং সৃষ্টিশীল চিন্তাধারাকে আরও উৎসাহিত করা হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা ছাত্রশিবির বিভিন্ন সময় শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে ইতিমধ্যে সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।