ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জামায়াতে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আসন পরিচালক নূর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব কাইয়ুম উদ্দিন হিরকের পরিচালনায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘চলমান ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আসনের পৌর শাখা, ইউনিয়নের বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে কর্মী সম্মেলন, জনসভা ও গণসমাবেশ আয়োজনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন এবং ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
সভায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মাওলানা মোসলেম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল এবং দামুড়হুদা উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ সভায় ১ নম্বর আসন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জামায়াতে জরুরি সভা

আপলোড টাইম : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আসন পরিচালক নূর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব কাইয়ুম উদ্দিন হিরকের পরিচালনায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘চলমান ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আসনের পৌর শাখা, ইউনিয়নের বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে কর্মী সম্মেলন, জনসভা ও গণসমাবেশ আয়োজনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন এবং ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
সভায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মাওলানা মোসলেম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল এবং দামুড়হুদা উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ সভায় ১ নম্বর আসন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।