রংধনু থেকে ডিএমসিতে দুজনের ভর্তির যোগ্যতা অর্জন
- আপলোড টাইম : ০৮:১৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
গত ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার মো. আব্দুস সালামের প্রতিষ্ঠিত শিক্ষাদান কেন্দ্র রংধনুর ৭ জন শিক্ষার্থী এ বছর সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। এর মধ্যে রংধনুর দুজন শিক্ষার্থী এবার প্রথমবারের মতো একই বছরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। গত বছরও এই প্রতিষ্ঠান থেকে ৯ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করেছিল। রংধনু থেকে আফরোজ গালিব কাব্য ও আব্দুল্লাহ আল নোমান রকি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। ১০০ নম্বরে ওপর ভর্তি পরীক্ষায় কাব্যের প্রাপ্ত নম্বর ৮৬.৫০ এবং রকি প্রাপ্ত নম্বর ৮৬.২৫। কাব্য মেধা তালিকায় ৮৬ এবং রকি মেধা তালিকায় ১১৬তম হয়েছে।
এছাড়া বেহতারিন ইশরাত লগ্ন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি যোগ্যতা অর্জন করেছে। লগ্ন পেয়েছে ৮২.৫০ এবং মেধাতালিকা ৫৭৯তম। এছাড়া তাসফিয়া তাবাসসুম ও তাসনিম লুবাবা দোলন বরিশাল মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। তাসফিয়ার স্কোর ৭৮.৫ এবং মেধাতালিকা ১৯৩১। দোলনের স্কোর ৭৮.২৫ এবং মেধা তালিকায় ২০৫৮তম। জান্নাতুল ফেরদৌস শ্রাবণী খুলনা মেডিকেলে এবং জারিন তাসলিম শিলা টাঙ্গাইল মেডিকেলে ভর্তি যোগ্যতা অর্জন করেছে। শ্রাবনীর স্কোর ৭৭.০০ এবং মেধাতালিকা ২৭৫৬তম। শিলার স্কোর ৭৫.৭৫ এবং মেধা তালিকায় ৩৫৮৩তম। গত বছরও রংধনু থেকে ৯ জন শিক্ষার্থী মেডিকেলের ভর্তির যোগ্যতা অর্জন করেছিল
শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের তদারকি এবং স্কুল-কলেজের অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত রংধনু ও রংধনু পরিবার যে কাজগুলো বিশেষভাবে করে, সেগুলো হলো- নিয়মিত পরীক্ষা ও পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করা, অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভালো ফলাফলের নিমিত্তে গাইডলাইন দেওয়া, অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পাশাপাশি মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে ক্লাস নেয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া এবং বিশেষ তদারকি জোরদার করা। (বিজ্ঞপ্তি)