ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

হাটবোয়ালিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
  • আপলোড টাইম : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর হাটবোয়ালিয়া ফুটবল মাঠে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে। মাদক এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের সন্তানরা মাঠ ছেড়ে মোবাইলের আসক্তিতে জড়িয়ে পড়েছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। মাদককে না বলুন, মোবাইল আসক্তি থেকে সন্তানদের মুক্ত করুন। আমি হাটবোয়ালিয়া ও ভাংবাড়ীয়া বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই মাঠে নিয়মিত ফুটবল, ক্রিকেট এবং ভলিবল চর্চার জন্য উদ্যোগ নিন। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের দায়িত্ব আমি নেব।’ তিনি বলেন, ‘আমি চাই হাটবোয়ালিয়া ফুটবল মাঠে প্রতিদিন ৩০-৫০ জন শিশু, কিশোর ও যুবাদের খেলাধুলার সুযোগ সৃষ্টি হোক। শুধু খেলাধুলাই নয়, একটি সম্প্রীতিশীল, উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান এবং চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, সহসভাপতি আহাদ আলী এবং যুবনেতা সেলিম রেজা।

উপস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার ও মুর্শিদ কলিং। অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হাটবোয়ালিয়া সাব-জোনের ১৪টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

হাটবোয়ালিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর হাটবোয়ালিয়া ফুটবল মাঠে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে। মাদক এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের সন্তানরা মাঠ ছেড়ে মোবাইলের আসক্তিতে জড়িয়ে পড়েছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। মাদককে না বলুন, মোবাইল আসক্তি থেকে সন্তানদের মুক্ত করুন। আমি হাটবোয়ালিয়া ও ভাংবাড়ীয়া বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই মাঠে নিয়মিত ফুটবল, ক্রিকেট এবং ভলিবল চর্চার জন্য উদ্যোগ নিন। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের দায়িত্ব আমি নেব।’ তিনি বলেন, ‘আমি চাই হাটবোয়ালিয়া ফুটবল মাঠে প্রতিদিন ৩০-৫০ জন শিশু, কিশোর ও যুবাদের খেলাধুলার সুযোগ সৃষ্টি হোক। শুধু খেলাধুলাই নয়, একটি সম্প্রীতিশীল, উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান এবং চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, সহসভাপতি আহাদ আলী এবং যুবনেতা সেলিম রেজা।

উপস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার ও মুর্শিদ কলিং। অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হাটবোয়ালিয়া সাব-জোনের ১৪টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।