কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ক্রিকেট মাঠের উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবিরের নির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে ক্রিকেট খেলার মাঠের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বেলা ৩টার দিকে ফাঁড়ি পুলিশের উদ্যোগে এই ক্রিকেট মাঠের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআইএস এম নিয়ামুল হক।
এসময় উপস্থিত ছিলেন এএসআই মো. সাইদুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম.ডি.কে সুলতান, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জামাত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হামজা, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. আকরাম হোসেন খান, মো. রাশিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল ফাহাদ হোসেন সবুজ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. নাহিদ পারভেজ, ছাত্রনেতা মো. আব্দুর রহমান ঝন্টু, মো. সাগর, মো. পলক, মো. খালিদ হাসান, মো. সোহাগ, মো. জব্বার আলী, মো. মিলন মিয়া প্রমুখ।