দামুড়হুদার হোগলডাঙ্গায় ১৬ বছর পর আদালতের আদেশে জমি দখল পেলো নাহিদা খাতুন
- আপলোড টাইম : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে ১৬ বছর পর আদালতের আদেশে জমি ফেরত পেয়েছেন নাহিদা খাতুন। গতকাল শনিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা জজ কোর্টের আদেশ অনুযায়ী লাল ফ্লাগ ও ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, ১ শতক জমির ওপর পাঁকা স্থাপনা ৪টি দোকান থাকা অবস্থায় বিবাদীপক্ষ হোগলডাঙ্গা গ্রামের মিনারুল ও শহিদুল ইসলামের পরিবারের লোকজন জোর করে দখল করে রাখেন। পরে ২০০৯ সালে হোগলডাঙ্গা গ্রামের মৃত সেলিম মন্ডলের স্ত্রী নাহিদা খাতুন বাদি হয়ে জজ কোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছর মামলা চালানোর পর আিদালতের আদেশে জমি ফেরত পেলেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, আইন সবসময় তার নিজের গতিতে চলে। দীর্ঘদিন কোর্টে মামলা চালান এই জমির মালিক নাহিদা খাতুন। আইন অনুযায়ী রায় ডিগ্রি পাওয়ায় আজ প্রকৃত মালিকে বুঝিয়ে দেওয়া হলো। এই জমির ওপর বিবাদীগণ কোনো প্রকার বাধা প্রদান করিলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে আদালত। দখলদারি বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জর্জ কোর্টের জারীকারক আব্দুল করিম (ঝন্টু), কমিশনার ইকলাছুর রহমান, ঢুলি খায়রুল ইসলাম প্রমুখ।
বাদীপক্ষ নাহিদা খাতুন জানান, এই জমির জন্য আমার স্বামীর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মার্ডার করেছিল বিবাদীপক্ষ মিনারুল ও শহিদুল ইসলামের পরিবারের লোকজন। দীর্ঘ ১৬ বছর কোর্টে মামলা চালিয়ে আজ জমি বুঝিয়ে দিলো বিজ্ঞ আদালত। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।