জীবননগরে সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার হাট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মনোহরপুর শিমুলতলায় এই হাটের উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শনিবার এই হাট বসবে। গতকাল দূর-দূরান্ত থেকে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থী উদ্বোধন আয়োজনে অংশ নেন। জেলার বিভিন্ন এলাকাসহ পাশ^বর্তী জেলা ঝিনাইদহ থেকেও বিক্রেতারা এই হাটে আসেন তাদের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে। এটিই এই উপজেলার প্রথম পুরাতন মোটরসাইকেলের হাট।
জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও হাটের পরিচালক আজমত আলী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে হাটের উদ্বোধন করেন জীবননগর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন খান (খোকন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জীবননগর পৌর বিএনপির সাধারণত সম্পাদক মো. ডাবলু।
হাটের পরিচালক আজমত আলী বলেন, ‘উপজেলায় এই প্রথম আমরাই পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার হাট চালু করেছি। ইতোমধ্য হাটে অংশ নেওয়া সকলের নিরাপত্তা হাট কতৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এখানে প্রত্যেকটি গাড়ির বৈধ কাগজপত্র যাচাইয়ের পরই হাটে বিক্রির জন্য অনুমতি দেওয়া হয়।’