আলমডাঙ্গায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতামূলক পথসভা
- আপলোড টাইম : ০৯:১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জিরো ওয়েস্ট ব্রিগেডের বাস্তবায়নে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলিফ উদ্দিন মোড়ে যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে সবাইকে সমান্তরালভাবে সচেতন ও উদ্যোগী হতে হবে। বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ী, প্রশাসন, সংবাদকর্মীসহ সকলকেই সমান ভূমিকা রাখতে হবে। প্লাস্টিকে তৈরি দ্রব্য বা পণ্য সচরাচর মাত্র একবার ব্যবহার করে ফেলে দিয়ে থাকি আমরা। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামগ্রিক পরিবেশকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। কনজারভেন্সি ইন্সপেক্টর খন্দকার আসাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, প্রধান সহকারী খাইরুল ইসলাম মাসুম, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজল, রাকিব মাহমুদ, সাকিব মাহমুদ, সাদী হাসান প্রমুখ।
এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা আলমডাঙ্গার একঝাঁক স্বেচ্ছাসেবী প্রকৃতি প্রেমীরা নদে নেমে প্রায় ৩ ঘণ্টা ধরে সাদাব্রিজের আশপাশ থেকে পলিথিন ও প্লাস্টিক দ্রব্য প্রায় ৪০ শতাংশ পরিষ্কার করেছে। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক সাইদ হিরন প্রমুখ।