ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সকলে মিলে-মিশে কাজ করার অঙ্গীকার

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গতকাল আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে সকাল ৯টার সময় সকলে উপস্থিত হন। পিকনিকের পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ।

আমার আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক বিশেষ করে সভাপতি ও সম্পাদক মহদয়ের সাথে মেলামেশা করার সুযোগ হয়। উনারা খুব অ্যাকটিভ বলে মনে হয়েছে। আজ আপনাদের সাথে একত্রিত হতে পরে নিজেকে ধন্য মনে করছি। সকল সাংবাদিক ভাইদের সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। আপনাদের সুনাম মুখের ওপর করা ঠিক নয়, তবুও বলছি অনেক উপজেলা থেকে আলমডাঙ্গার সাংবাদিকরা ভালো। তারা সংবাদ সংগ্রহ করে নিজেরা নিউজ করে দেয়। অনেক সময় তাদের ডাকতে হয় না। এটাইতো সাংবাদিকতার গুন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. গোলাম হাইদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই আলমগীর, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক বসিরুল আলম। প্রেসক্লাবের সদস্য ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। র‌্যাফেল ড্রতে মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। এছাড়া সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সকলে মিলে-মিশে কাজ করার অঙ্গীকার

আপলোড টাইম : ০৯:১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গতকাল আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে সকাল ৯টার সময় সকলে উপস্থিত হন। পিকনিকের পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ।

আমার আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক বিশেষ করে সভাপতি ও সম্পাদক মহদয়ের সাথে মেলামেশা করার সুযোগ হয়। উনারা খুব অ্যাকটিভ বলে মনে হয়েছে। আজ আপনাদের সাথে একত্রিত হতে পরে নিজেকে ধন্য মনে করছি। সকল সাংবাদিক ভাইদের সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। আপনাদের সুনাম মুখের ওপর করা ঠিক নয়, তবুও বলছি অনেক উপজেলা থেকে আলমডাঙ্গার সাংবাদিকরা ভালো। তারা সংবাদ সংগ্রহ করে নিজেরা নিউজ করে দেয়। অনেক সময় তাদের ডাকতে হয় না। এটাইতো সাংবাদিকতার গুন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. গোলাম হাইদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই আলমগীর, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক বসিরুল আলম। প্রেসক্লাবের সদস্য ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। র‌্যাফেল ড্রতে মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। এছাড়া সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশ করা হয়।