কুতুবপুর ও সরোজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফের জন্মদিন পালন
- আপলোড টাইম : ০৯:১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান, আলাউদ্দীন আলা, হাসিউর রহমান হাসি প্রমুখ।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে সরোজগঞ্জ বাজারে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কেক কেটে শরীফুজ্জামান শরীফের জন্মদিন পালন করা হয়। এসময়ে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরজ আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম (বাদল), ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, বিএনপি নেতা খোকন হোসেন, কদর আলী, রাজা, শ্রমিকদলের নেতা শাহিন রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুন্দর আলী।