ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার গোবিন্দপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

‘মাদককে না বলো- খেলাধুলায় তরুণদেরকে যুক্ত কর’ স্লোগানে আলমডাঙ্গার গোবিন্দপুর যুব সমাজ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টায় গোবিন্দপুর মমিন পাড়া ব্যাডমিন্টন প্লে-গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে এরশাদপুরের সাপ্পাদ ও আকাশের সাথে মেহেদী ও আকাশ। চ্যাম্পিয়ন হয় সাপ্পাদ ও আকাশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি বিপুল সাহা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আসিফ আল নূর।
প্রধান অতিথির বক্তব্যে আসিফার নূর বলেন, এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সত্যিই আনন্দের বিষয়। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের রক্ষা করারও এক কার্যকর উপায়। এমন উদ্যোগ সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের মোল্লা নাজিমুদ্দিন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে ৩০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার গোবিন্দপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

‘মাদককে না বলো- খেলাধুলায় তরুণদেরকে যুক্ত কর’ স্লোগানে আলমডাঙ্গার গোবিন্দপুর যুব সমাজ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টায় গোবিন্দপুর মমিন পাড়া ব্যাডমিন্টন প্লে-গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে এরশাদপুরের সাপ্পাদ ও আকাশের সাথে মেহেদী ও আকাশ। চ্যাম্পিয়ন হয় সাপ্পাদ ও আকাশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি বিপুল সাহা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আসিফ আল নূর।
প্রধান অতিথির বক্তব্যে আসিফার নূর বলেন, এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সত্যিই আনন্দের বিষয়। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের রক্ষা করারও এক কার্যকর উপায়। এমন উদ্যোগ সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের মোল্লা নাজিমুদ্দিন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে ৩০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদল।