ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা

ক্ষমতায় যেই আসুক শ্রমিক স্বার্থে কাজ করতে হবে

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

প্রশাসনের কড়া নিরাপত্তায় নানা জল্পনা-কল্পনার মধ্যদিয়ে সংক্ষিপ্ত পরিসরে ঐতিহ্যবাহী দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় কেরুজ পরিবহন বিভাগের গ্যারেজ সংলগ্ন স্থানে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে সভায় দ্বিবার্ষিক কার্য বিবরণী ও আয় ব্যয়ের হিসাব পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
কার্যবিবরণী পাঠ শেষে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কাছে একটি করে ভোট প্রদানের আবেদন জানান। সদস্যদের মধ্যে বক্তব্য দে পরিবহন বিভাগের বারবার নির্বাচিত সদস্য শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইদ্রিস আলী, নুরুল ইসলাম, মজিবর রহমান, সাইফ উদ্দিন, রবিউল হক সুমন, মাজেদুল ইসলাম ডাবলু, হারিজুল ইসলাম, সাহেব আলী শিকদার।
সদস্য প্রার্থীদের বক্তব্য শেষে শুরু হয় সহসভাপতি ও সহ-সাধারণ সম্পাদক প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য ও ভোট চান। এ সময় সহসভাপতি পদে পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম, রেজাউল করিম, ইয়াসির আরাফাত মিলন, এসএম কবির। সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন, আব্দুল কুদ্দুস, ইসমাইল ড্রাইভার।
এরপরই শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের পালা। সাদামাটা সাধারণ সভায় সকল প্রকার উস্কানি ও আক্রমণাত্মক মূলক বক্তব্য থেকে বিরত ছিল নেতারা। বক্তব্যের সীমাবদ্ধতা ও প্রশাসনের বেধে দেওয়া সময়ের মধ্যেই অনুষ্ঠান সমাপ্ত করার চেষ্টা যেন সকল নেতাদের মধ্যেই বিরাজমান ছিল। চারজন সাধারণ সম্পাদক প্রার্থী ও দুজন সভাপতি প্রার্থী সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক সকলে শ্রমিক ও কর্মচারীদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করবে প্রতিশ্রুতি দিয়ে সকল শ্রমিক ও কর্মচারীদের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সৌমিক হাসান রুপম, জয়নাল আবেদিন নফর, মনিরুল ইসলাম প্রিন্স ও হাফিজুল ইসলাম হাফিজ। সভাপতি পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন তোয়ব আলী ও ফিরোজ আহমেদ সবুজ। সাধারণ সভায় নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক সাধারণ সভার ২০ দিন পর নির্বাচনের তারিখ নির্ধারণ কথা উল্লেখ রয়েছে। এমতাবস্থায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মী ও সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক হোসেন।
তিনি বলেন, গঠন তন্তু অনুযায়ী আগামী ১৬ ফ্রেব্রয়ারী নির্বাচনের তারিখ হতে হবে। এর আগে নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য বলে গণ্য হবে না। গঠনতন্ত্র অনুযায়ী ভোট না করায় মোবারকগঞ্জ চিনিকলের নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। এই কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী সদস্যরা কমিটি সভায় ৮ ফ্রেব্রয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছিল। তাই ৮ ফ্রেব্রয়ারি ভোট না হয়ে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের সম্মতি নেয় সকল শ্রমিক ও কর্মচারীদের কাছে সভার সভাপতি রোজা আহমেদ সবুজ। এর আগে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের স্ব স্ব সংগঠন থেকে তাদের কর্মী বাহিনী নিয়ে র‌্যালি যোগে সাধারণ সভার স্থানে যোগদান করেন।
অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তিলোয়াত পাঠ করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা আজাদী। আসন্ন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিকী সাধারণ সভায় নির্বাচনী পরিচালনা কমিটির মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তারকে প্রধান করে ৫ সদস্য কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা

ক্ষমতায় যেই আসুক শ্রমিক স্বার্থে কাজ করতে হবে

আপলোড টাইম : ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

প্রশাসনের কড়া নিরাপত্তায় নানা জল্পনা-কল্পনার মধ্যদিয়ে সংক্ষিপ্ত পরিসরে ঐতিহ্যবাহী দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় কেরুজ পরিবহন বিভাগের গ্যারেজ সংলগ্ন স্থানে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে সভায় দ্বিবার্ষিক কার্য বিবরণী ও আয় ব্যয়ের হিসাব পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
কার্যবিবরণী পাঠ শেষে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কাছে একটি করে ভোট প্রদানের আবেদন জানান। সদস্যদের মধ্যে বক্তব্য দে পরিবহন বিভাগের বারবার নির্বাচিত সদস্য শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইদ্রিস আলী, নুরুল ইসলাম, মজিবর রহমান, সাইফ উদ্দিন, রবিউল হক সুমন, মাজেদুল ইসলাম ডাবলু, হারিজুল ইসলাম, সাহেব আলী শিকদার।
সদস্য প্রার্থীদের বক্তব্য শেষে শুরু হয় সহসভাপতি ও সহ-সাধারণ সম্পাদক প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য ও ভোট চান। এ সময় সহসভাপতি পদে পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম, রেজাউল করিম, ইয়াসির আরাফাত মিলন, এসএম কবির। সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন, আব্দুল কুদ্দুস, ইসমাইল ড্রাইভার।
এরপরই শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের পালা। সাদামাটা সাধারণ সভায় সকল প্রকার উস্কানি ও আক্রমণাত্মক মূলক বক্তব্য থেকে বিরত ছিল নেতারা। বক্তব্যের সীমাবদ্ধতা ও প্রশাসনের বেধে দেওয়া সময়ের মধ্যেই অনুষ্ঠান সমাপ্ত করার চেষ্টা যেন সকল নেতাদের মধ্যেই বিরাজমান ছিল। চারজন সাধারণ সম্পাদক প্রার্থী ও দুজন সভাপতি প্রার্থী সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক সকলে শ্রমিক ও কর্মচারীদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করবে প্রতিশ্রুতি দিয়ে সকল শ্রমিক ও কর্মচারীদের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সৌমিক হাসান রুপম, জয়নাল আবেদিন নফর, মনিরুল ইসলাম প্রিন্স ও হাফিজুল ইসলাম হাফিজ। সভাপতি পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন তোয়ব আলী ও ফিরোজ আহমেদ সবুজ। সাধারণ সভায় নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক সাধারণ সভার ২০ দিন পর নির্বাচনের তারিখ নির্ধারণ কথা উল্লেখ রয়েছে। এমতাবস্থায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মী ও সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক হোসেন।
তিনি বলেন, গঠন তন্তু অনুযায়ী আগামী ১৬ ফ্রেব্রয়ারী নির্বাচনের তারিখ হতে হবে। এর আগে নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য বলে গণ্য হবে না। গঠনতন্ত্র অনুযায়ী ভোট না করায় মোবারকগঞ্জ চিনিকলের নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। এই কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী সদস্যরা কমিটি সভায় ৮ ফ্রেব্রয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছিল। তাই ৮ ফ্রেব্রয়ারি ভোট না হয়ে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের সম্মতি নেয় সকল শ্রমিক ও কর্মচারীদের কাছে সভার সভাপতি রোজা আহমেদ সবুজ। এর আগে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের স্ব স্ব সংগঠন থেকে তাদের কর্মী বাহিনী নিয়ে র‌্যালি যোগে সাধারণ সভার স্থানে যোগদান করেন।
অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তিলোয়াত পাঠ করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা আজাদী। আসন্ন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিকী সাধারণ সভায় নির্বাচনী পরিচালনা কমিটির মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তারকে প্রধান করে ৫ সদস্য কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান।