আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
- আপলোড টাইম : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল-উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি.এম মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা যুবদলের অন্যতম সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, উপজেলা যুবদল নেতা ফিরোজ আলম সাফা, জামায়াতে ইসলামীর আইটি ও প্রচার সম্পাদক হারুন অর রশীদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী জামিরুল খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এসএম জাভেদ লাল মিয়া, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ও প্রচার সম্পাদক বিপুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের জেলা ও উপজেলার অন্যতম নেতা হাফেজ মাওলানা আব্দুল হাই।
সভা শেষে অতিথিসহ প্রেসক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করান আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এস.এম নাসিম উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা হাসিবুল হোসেন শান্ত ,কার্যনির্বাহী সদস্য রানা মাহমুদ,জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য রাকিবুল ইসলাম বিশ্বাস রুবেল।